Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত ৬৭৭ পুলিশ সদস্য

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৫৫ পুলিশ সদস্য সুস্থ হয় উঠেছেন

আপডেট : ০১ মে ২০২০, ০৯:৫০ পিএম

সারাদেশে এখন পর্যন্ত পুলিশের ৬৭৭ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার (১ মে) রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। 

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের প্রায় অর্ধেকই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। এ পর্যন্ত ডিএমপির ৩২৮ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন পুলিশ সদস্য। 

করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ২২৫ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং ১৭৮ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৫৫ পুলিশ সদস্য সুস্থ হয় উঠেছেন এবং মারা গেছেন চারজন।    

মৃত চারজন পুলিশ সদস্য হলেন-ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিন, ঢাকা নগরীর ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ, ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্ররক্ষা শাখায় কর্মরত এসআই নাজির উদ্দীন। 

 

About

Popular Links