Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: চট্টগ্রামে সুস্থ হলো ১০ মাসের শিশু

গত ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই শিশুকে

আপডেট : ০২ মে ২০২০, ০৭:১৩ পিএম

চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে করোনাভাইরাসমুক্ত হয়ে বাসায় ফিরেছে ১০ মাস বয়সী এক শিশু।

শনিবার (২ মে) ওই শিশুকে ছাড়পত্র দেয়া বলে ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সুপার ডা. অসীম কুমার নাথ।

ডা. নাথ বলেন, “করোনাভাইরাস থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ায় আজ (শনিবার) দুপুরে ওই শিশুকে ছাড়পত্র দেয়া হয়েছে। শিশুটির বাড়ি চন্দনাইশ উপজেলার জোয়ারা এলাকায়। গ ২২ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।”

হাসপাতাল সুপার আরও বলেন, “শিশুটির বাবা একজন প্রবাসী। বাবার মাধ্যমে শিশুটি সংক্রমিত হয়ে থাকতে পারে। তবে, চিকিৎসা দেয়ার পর দুইবার করোনাভাইরাস শনাক্তকরণ টেস্টে নেগেটিভ ফলাফল আসে ওই শিশুটির। তাই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।”

উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে চট্টগ্রামে মোট ৭৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬১ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

   

About

Popular Links

x