Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

চিকিৎসাকর্মীদের দু'মাসের বাড়তি পারিশ্রমিক দেবে সরকার

এর আগে, করোনাভাইরাসের সময় কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদের পুরস্কার দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ০৩ মে ২০২০, ০৬:৫৭ পিএম

করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড ১৯ রোগ মোকাবেলায় চিকিৎসক, নার্সসহ সামনের সারিতে থাকা সকল স্বাস্থ্যকর্মীদের দুইমাসের বাড়তি পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (৩ মে) ঢাকা ট্রিবিউনকে এ তথ্য দেন অর্থ বিভাগের যুগ্ম সচিব সিরাজুন নূর চৌধুরী। সোমবার (৪ মে) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, “কোভিড ১৯ মোকাবেলায় দুই মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের।” তবে পুলিশ কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পুরস্কারের আওতাধীন নন বলেও জানান তিনি। 

এর আগে করোনাভাইরাসের সময় কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদের পুরস্কার দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত ২৩ এপ্রিল, করোনাভাইরাসের কারণে কোনও চিকিৎসকের মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে জানানো হয়। এছাড়া কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীরা যদি এ ভাইরাসটি দ্বারা আক্রান্ত হন, তবে ৫ থেকে ১০ লাখ ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ওই প্রজ্ঞাপনে বলা হয়।

 

 

   

About

Popular Links

x