Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে ওসি ও স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন

আপডেট : ০৭ মে ২০২০, ১২:৩৭ পিএম

টাঙ্গাইলের গোপালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধনবাড়িতে ৩ জন, গোপালপুর ২, ভূঞাপুর ১, কালিহাতী ২, দেলদুয়ার ২ এবং মির্জাপুর উপজেলায় ২ জন রয়েছেন। এদের মধ্যে গোপালপুর থানার ওসি রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হল।  

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা থেকে মোট ৮০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরদিন বুধবার আরো ১২৬ জনের নমুনা পাঠানো হয়। পরে আজ বৃহস্পতিবার দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে ১২ জন আক্রান্ত হয়। এদের মধ্যে ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।  

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “গত মঙ্গলবার নমুনা দিয়েছিলাম। বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগ থেকে আমার আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। আমার তেমন কোন লক্ষণ ছিল না। তবুও আমি নমুনা দিয়েছিলাম।” বর্তমানে আইসোলেশনে আছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “এ ঘটনার পর আমার বাসাসহ আমার সংস্পর্শে আসাসহ ৭ পুলিশ সদ্যসের বাসা লকডাউন করা হয়েছে।”

   

About

Popular Links

x