Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঈদে খুলবে না কুমিল্লার কোনো বিপণি বিতান

ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে

আপডেট : ০৭ মে ২০২০, ০৪:৪৯ পিএম

স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কুমিল্লায় সব শপিংমল, শোরুম, ব্র্যান্ডশপ, মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। আগামী ঈদ-উল-ফিতর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

বৃহস্পতিবার (০৭মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন সিদ্ধান্তটি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা মহানগরীতে সম্প্রতি কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে, ফলে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। তাই আগামী ঈদ-উল ফিতর পর্যন্ত সকল শপিংমল, শোরুম, ব্র্যান্ডশপ, মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাহিরে থাকবে।

ক্রেতা ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “করোনাভাইরাস বিস্তাররোধে সকলকে আরও কয়েকটা দিন ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছি।”

About

Popular Links