Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

সর্দি-কাশি থাকায় গত কয়েকদিন একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি

আপডেট : ০৯ মে ২০২০, ০৪:১৩ পিএম

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকালে ১০টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান।

তিনি জানান, মৃত এনামুল হক (৪৫) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলায়। আগে থেকেই হৃদরোগজনিত বিভিন্ন সমস্যা ছিল তার। সর্দি-কাশি থাকায় গত কয়েকদিন একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।

ওসি আলী হোসেন খান আরও বলেন, “শনিবার সকালে এনামুলকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন  ১,৫৩৩ পুলিশ সদস্য।

   

About

Popular Links

x