চীন থেকে ১০ বাংলাদেশিসহ মোট ২৬ জন একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন।
রবিবার (১০ মে) সকাল ৮টার দিকে ওই ফ্লাইটটি বাংলাদেশে এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইউএস বাংলার বিশেষ ওই ফ্লাইটটি চীনের জিয়ানজু প্রদেশ থেকে এসেছে।
বাংলাদেশিরা বাদে ফ্লাইটটিতে থাকা চীনের নাগরিকদের সবাই পদ্মা সেতু প্রকল্পে কর্মরত, এমনটিও জানান তিনি।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, "চীন থেকে আসা প্রত্যেককেরই থার্মাল স্ক্যানিং করা হয়েছে।"
তিনি আরও বলেন, "থার্মাল স্ক্রিনিংয়ের পর, কোভিড ১৯ নেগেটিভ এসেছে এমন একটি স্বাস্থ্যসনদ দিয়ে দেওয়া হচ্ছে। স্ক্রিনিংয়ের পর চার বাংলাদেশিকে আশকনা হজ ক্যাম্পে পাঠানো হয়েছে।"