Thursday, June 13, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: পরীক্ষায় নেগেটিভ আসার পর দুইজনের মৃত্যু

এর আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে

আপডেট : ১৩ মে ২০২০, ০৫:৩২ পিএম

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের (সদর হাসপাতাল) আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। অথচ এর আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, “আজ (বুধবার) সকালে হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। কিন্তু করোনা পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।”

তিনি বলেন, “হাসপাতাল থেকে দুইজন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে এ হাসপাতাল থেকে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।”

আরএমও জানান, সিলেটে করোনাভাইরাস চিকিৎসার জন্য “ডেডিকেটেড” সদর হাসপাতালে বর্তমানে ৩৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ১৫ জন। অন্যদিকে, উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০ জন।

প্রসঙ্গত, বুধবার সকাল পর্যন্ত সিলেট জেলায় সব মিলিয়ে ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ জন। এছাড়া সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ৩১৬ জন। 

About

Popular Links