Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

৩০ মে পর্যন্ত ছুটি, যানবাহন চলাচলে কড়াকড়ি

ছুটির সময় গণপরিবহন যেমন বন্ধ থাকবে, তেমনই কোনো ব্যক্তিগত গাড়িও এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারবে না এবং শহরের মধ্যে এগুলোর চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে

আপডেট : ১৩ মে ২০২০, ০৭:৪৩ পিএম

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি আবারও বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছুটি বৃদ্ধি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, ঈদের ছুটির আগের চার দিন ও পরের দুই দিন মিলে এই সাধারণ ছুটি বাড়বে।

দেশে ঈদের ছুটি রয়েছে ২৪, ২৫ ও ২৬ মে। সেক্ষেত্রে ২৮ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণ ছুটি গিয়ে ঠেকবে ৩০ মে পর্যন্ত। 

প্রতিমন্ত্রী জানান, ছুটির সময় কড়াকড়ি থাকবে। এ সময় গণপরিবহন যেমন বন্ধ থাকবে, তেমনই কোনো ব্যক্তিগত গাড়িও এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারবে না এবং শহরের মধ্যে এগুলোর চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সবাইকে ঈদে নিজ নিজ বাড়িতে বা বর্তমান অবস্থানে থাকার জন্য তিনি আহবান জানান

এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) প্রজ্ঞাপন জারি করা হবে বলে উল্লেখ তিনি বলেন, ওই প্রজ্ঞাপনে ছুটির শর্তগুলো জানিয়ে দেওয়া হবে।

করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ২৬ মার্চ থেকে প্রথম দফার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ১৬ মে পর্যন্ত করা হয়। 

ছুটির কারণে সারাদেশে সড়ক, নৌ, রেল ও বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে গত ১০ মে থেকে শর্তসাপেক্ষে শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়। এছাড়া গার্মেন্টস ফ্যাক্টরি ও কিছু অফিসও এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x