থাই লায়ন এয়ারের একটি বিশেষ বিমানে ১৯৭ জনকে নিয়ে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছে থাই নাগরিকদের আরও একটি দল।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ে।
এসময় বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুণরং ফোথং হামফ্রিস এবং দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে থাই নাগরিকদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৭ এপ্রিল রয়্যাল থাই দূতাবাস প্রথম ফেরত যাওয়া বিমানের ব্যবস্থা করে এবং বাংলাদেশ থেকে ৩৫ জন থাই নাগরিককে দেশে ফিরতে সহায়তা করে। আরও থাই নাগরিক যারা থাইল্যান্ডে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন তাদের ফেরত নেয়ার জন্য আরও একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বহির্গমন বিভাগ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতে সহায়তা করায় আন্তরিক ধন্যবাদ জানায় দূতাবাস।