Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

কাদের: ঈদে বাড়ি যাওয়ার প্রবণতা করোনাভাইরাস পরিস্থিতি খারাপ করতে পারে

কাদের বলেন, 'করোনাভাইরাস সংকট মোকাবেলায় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এ সংযমের মাসেও মানুষ সামাজিক দূরত্ব না মেনে দলে দলে গ্রামের দিকে যেতে শুরু করেছে'

আপডেট : ১৬ মে ২০২০, ০৯:০০ পিএম

ঈদের আগে শহর ছেড়ে দলে দলে মানুষের ঘরমুখী হওয়ার প্রবণতায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৬ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

কাদের বলেন, “করোনাভাইরাস সংকট মোকাবেলায় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এ সংযমের মাসেও মানুষ সামাজিক দূরত্ব না মেনে দলে দলে গ্রামের দিকে যেতে শুরু করেছে। শহর থেকে গ্রামে যাওয়ার এ প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় দলীয় নেতাকর্মীদের গৃহহীন ভাসমান মানুষের তালিকা তৈরি করে ত্রাণ সহায়তা দেয়ারও আহ্বান জানান। আর ত্রাণ বিতরণে যে কেনো ধরনের অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারিও করেছেন তিনি।

   

About

Popular Links

x