Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

নিলামে মাশরাফির ব্রেসলেট, ভিত্তিমূল্য ৫ লাখ টাকা

নিজের দেড় যুগের সঙ্গী পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন মাশরাফি বিন মূর্তজা

আপডেট : ১৭ মে ২০২০, ১০:৩৬ এএম

করোনাভাইরাস মোকাবেলায় নিজের দেড় যুগের সঙ্গী পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন মাশরাফি বিন মূর্তজা।

শনিবার (১৬ মে) বিকাল ৫টা থেকে আয়োজনকারী প্রতিষ্ঠান “অকশন ফর অ্যাকশন”র ফেসবুক পেজে নিলাম শুরু হয়েছে। মাশরাফির দেড় যুগের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।

প্রতিষ্ঠানটির ফেসবুক পোস্টে বলা হয়েছে, “এই আইটেমটির সর্বনিম্ন মূল্য ৫ লাখ টাকা। বিডিং শেষ হবে রবিবার রাত সাড়ে ১০ থেকে শুরু লাইভের মাধ্যমে।”

এর আগে সাকিব আল হাসান গত বিশ্বকাপের ব্যবহৃত ব্যাট নিলামে তোলেন, যা ২০ লাখ টাকায় বিক্রি হয়। মুশফিকুর রহিমের প্রথম ডাবল শতকের ব্যাটটি বিক্রি হয় ১৭ লাখ টাকায়।

এছাড়া, সৌম্য সরকার, তাসকিন আমেদ ও আকবর আলীরা তাদের প্রিয় স্মারক নিলামে বিক্রি করেছেন করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায়দের তহবিল গঠনের লক্ষ্যে।

About

Popular Links