Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্য খুন হওয়ার প্রায় ছয়বছর পর ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফেরেন তিনি

আপডেট : ১৭ মে ২০২০, ১১:৪৫ এএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ রবিবার (১৭ মে)।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা কর্মকর্তাদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য খুন হওয়ার প্রায় ছয়বছর পর ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফেরেন শেখ হাসিনা।

ওই সময় বঙ্গবন্ধুর দুইকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে অবস্থান করায় তারা বেঁচে যান।

১৯৮১ সালের ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে অনুপস্থিত থাকলেও শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো প্রতিবছর নানা আয়োজন করলেও করোনাভাইরাসের কারণে এবার পরিস্থিতি ভিন্ন।

আওয়ামী লীগের ওয়েবসাইটে দেওয়া এক পোস্ট অনুযায়ী- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর তার দলের নেতা-কর্মীদের কর্মসূচি পালন না করার নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেছেন।

এই সংকটময় মুহূর্তে তিনি দলের নেতা-কর্মী ও জনগণকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

 

 

About

Popular Links