Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

আসছে আম্ফান, ফুঁসছে নদী

ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধিদের পাঠানো ছবিতে উঠে এসেছে আম্ফানের প্রভাবে উপকূলবর্তী এলাকার নদীগুলোর উত্তাল অবস্থা

আপডেট : ২০ মে ২০২০, ০৬:৩১ পিএম

ঘূর্ণিঝড় আম্ফানের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারকে।

কক্সবাজারের নদীতে শুরু হয়েছে ভাঙন। ছবি: ঢাকা ট্রিবিউন

বেশকিছু জায়গায় অস্থায়ী বাঁধ ভেঙে রাস্তা প্লাবিত হতে শুরু করেছে। ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধিদের পাঠানো ছবিতে উঠে এসেছে আম্ফানের প্রভাবে নদীগুলোর উত্তাল অবস্থা।

নদীর পানির উচ্চতা বেড়ে খুলনার পাইকগাছার রাস্তায় পানি উঠেছে। ছবি: ঢাকা ট্রিবিউন

বুধবার (২০ মে) সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। সময়ের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টি যতই এগিয়ে আসছে, ততই উত্তাল হয়ে উঠছে দেশের উপকূলবর্তী জেলার নদীগুলো।

খুলনার দাকোপে ক্ষতিগ্রস্ত বাঁধ বাঁচাতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। ছবি: ঢাকা ট্রিবিউন

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে উত্তাল বাগেরহাটের বলেশ্বর নদী। ছবি: ঢাকা ট্রিবিউন

About

Popular Links