গাইবান্ধার পলাশবাড়ীতে মালবাহী (রডবাহী) একটি ট্রাক উল্টে ১৩জন নিহত হয়েছে। নিহতরা সবাই ওই ট্রাকটিতে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঢাকা থেকে রংপুরগামী রডবাহী ট্রাকটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকে করে ঢাকা থেকে আসা ১৩ যাত্রী ওই ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালানা করছে। ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।