Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস টেস্টের অনুমোদন পেল ১৩ বেসরকারি প্রতিষ্ঠান

এর মধ্যে ঢাকায় ১১টি এবং চট্টগ্রামে ও বগুড়ায় একটি করে প্রতিষ্ঠানকে করোনাভাইরাস টেস্ট করার অনুমতি দেয়া হয়েছে

আপডেট : ২১ মে ২০২০, ০৫:৩০ পিএম

দেশের তিন জেলায় ১৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (১৯ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকায় ১১টি, চট্টগ্রামে একটি ও বগুড়ায় একটি প্রতিষ্ঠানকে করোনাভাইরাস টেস্ট করার অনুমতি দেয়া হয়েছে।

ঢাকায় অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- এভারকেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, প্রাভা হেলথ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, বায়োমেড ডায়গনস্টিকস, ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়গনোস্টিক, ল্যাবএইড হাসপাতাল, কেয়ার মেডিকেল কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল ঢাকা। মহানগরীর বাইরে সাভারের এনাম মেডিকেল কলেজকে পরীক্ষা চালানোর অনুমতি দেয়া হয়েছে।

এছাড়া বগড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ও চট্টগ্রামে শেভরন ক্লিনিকাল ল্যাবরেটরি করোনাভাইরাস টেস্ট চালানোর অনুমোদন পেয়েছে।

About

Popular Links