Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘২৮ রমজানে এমন ফাঁকা ঘাট কখনো দেখিনি’

কর্তৃপক্ষের নির্দেশনায় রাত থেকে ফেরি চালু হয়েছে। এখন ১৩টি ফেরি চলছে

আপডেট : ২২ মে ২০২০, ১২:৪৩ পিএম

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে (মুন্সীগঞ্জের লৌহজং থেকে শরীয়তপুরের জাজিরা) ঘাটে বৃহস্পতিবার (২১ মে) রাত থেকে ১৩ টি ফেরি চলাচল করছে। শুক্রবার সকালে ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক থাকলেও ঈদে ঘরমুখী যাত্রীদের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান ঢাকা ট্রিবিউনকে জানান, কর্তৃপক্ষের নির্দেশনায় রাত থেকে ফেরি চালু হয়েছে। এখন ১৩টি ফেরি চলছে। ঘাট এলাকা ফাঁকা, মানুষের ভিড় নেই।

শিমুলিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি কর্মীরা বলছেন, “প্রতিবছর রমজানের শেষদিকে ঘাটে ঘরমুখী যাত্রীদের প্রচণ্ড চাপ থাকে। এবার করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অতিরিক্ত যাত্রীর চাপ কমে এসেছে। ২৮ রমজানে এমন ফাঁকা ঘাট কখনোই দেখিনি।”

এদিকে, বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলাচল করছে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল বাসেত জানান, এখন কোনো যান আটকানো হচ্ছে না বা ঢাকার দিকে ফেরতও পাঠানো হচ্ছে না।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও ঈদ উপলক্ষে দলে দলে মানুষ গত কয়েকদিন ধরে গ্রামে যাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়।

About

Popular Links