Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে

আপডেট : ২৩ মে ২০২০, ১০:১১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার (২৪ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেন বলে বার্তা সংস্থা ইউএনবি’র একটি খবরে বলা হয়।

ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।”

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একই সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। একই সাথে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোও এ ভাষণ প্রচার করবে বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

   

About

Popular Links

x