গত ৪ দিনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরও ১৯ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। শনিবার (২৩ মে) রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৭৯ কর্মী করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান শিকদার।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে অফিসার, টিম লিডার, ফায়ারম্যান ও চালক পদমর্যাদার কর্মীরা রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন করোনাভাইরাস আক্রান্ত ৯ ফায়ার সার্ভিস কর্মী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে ৭ জন সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের এবং ২ জন পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের।
এ বাদে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭০ কর্মী বিভিন্ন হাসপাতালে কিংবা নির্ধারিত স্থানে কোয়ারেন্টাইনে কিংবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।
শাহজাহান শিকদার আরও জানান, আক্রান্তদের মধ্যে ৮ জন সদরঘাট স্টেশনের, রাজধানীর সিদ্দিক বাজারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ১৪ জন, ঢাকার কেন্দ্রীয় কন্ট্রোল রুমের ৬ জন, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪ জন, তেজগাঁও স্টেশনের ২০ জন, হাজারীবাগ ফায়ার স্টেশনের ৮ জন, সাভার স্টেশনের ৭ জন, সাভারের ইপিজেড স্টেশনে ২ জন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ১ জন, মানিকগঞ্জ ফায়ার স্টেশনের ২ জন, লালবাগ স্টেশনে একজন এবং চট্টগ্রামের লামার মার্কেট ফায়ার স্টেশনের ৪ জন রয়েছেন।