করোনাভাইরাস আক্রান্ত ৮১৩ জন পুলিশ সদস্য আরোগ্য লাভ করেছেন। রবিবার (২৪ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার পর্যন্ত ৮১৩ জন পুলিশ সদস্য করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জন পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সারা দেশে করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৭৩২ জনে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক (ইনস্পেক্টর) রাজু আহমেদের মৃত্যু হয়। এ নিয়ে করোনাভাইরাসে ১৩ পুলিশ সদস্যের মৃত্যু হলো।
এআইজি সোহেল রানা জানান, সুস্থ হয়ে ওঠা অধিকাংশ পুলিশ সদস্যই পুনরায় কাজে যোগদান করেছেন।
উল্লেখ্য, দেশব্যাপী করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বিভাগীয় শহরগুলোতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ বেসরকারি হাসপাতালের ব্যবস্থা করেছে পুলিশ সদর দপ্তর।
এর আগে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে করোনাভাইরাস আক্রান্ত সদস্যের দেখভাল করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়।