ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা রোগীদের জন্য ঈদের খাদ্যসামগ্রী পাঠিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
সোমবার (২৫ মে) দুপুরে জেলার বক্ষব্যাধি হাসপাতালে থাকা ১৭ রোগীকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান সোমবার সকালে ঈদের জন্য রান্না করা সেমাইসহ মিষ্টি, ভিটামিন সি-সমৃদ্ধ ফল মালটা, লিচু, আপেল, কমলা ইত্যাদি নিয়ে হাসপাতালে হাজির হন।
এ সময় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিনি) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল বাকি উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা আইসোলেশনের দায়িত্বে থাকা চিকিৎসক-কর্মকর্তাদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান বলেন “জেলা প্রশাসকের নির্দেশে আমরা তাদের জন্য ঈদের খাবার নিয়ে এসেছি। জেলা প্রশাসক স্যার আজ ঈদের দিন যা খাবেন, আইসোলেশনে তাদের জন্য নিজের বাসা থেকে রান্না করা খাবারসহ সেসব ফল-মিষ্টি পাঠিয়েছেন। করোনা আক্রান্তরা যেন নিজেদের একা না ভাবেন এই জন্যই তিনি এ প্রয়াস গ্রহণ করেছেন।”
তিনি বলেন, “জেলা প্রশাসন করোনা আক্রান্তদের সাথে ছিল, আছে এবং থাকবে।”