২০০ বছরে প্রথমবারের মতো দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগে থেকেই এ ব্যাপারে নির্দেশনা দেয় ইসলামিক ফাউন্ডেশন। নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে শোলাকিয়ায় ঈদের নামায আদায় না করতে যাওয়ার জন্য বলা হয়।
উল্লেখ্য, গত ২০০ বছরের মধ্যে এই প্রথম এ ঈদগাহে নামাজ বন্ধ থাকে। এর আগে ২০১৬ সালের জঙ্গি হামলার পরও আতঙ্কের মধ্যেই শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল নেমেছিল। কিন্তু এ বছর ঈদগাহে কোনো মানুষকে দেখা যায়নি।
তবে, স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয় বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জের জেলাপ্র শাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী গণ-মাধ্যমকে জানান, মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এবারের মতো শোলাকিয়ায় ঈদের জামাত বন্ধ রাখা হয়। কারণ এতো মানুষের সমাগম করে ঈদ জামাত আয়োজন করতে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলা অসম্ভব।