Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৬

ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৭৫১ জনে

আপডেট : ২৬ মে ২০২০, ০২:৩৯ পিএম

দেশে সোমবার (২৫ মে) থেকে মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। একই সময়ে নতুন করে এক হাজার ১৬৬ জনকে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। বিপরীতে আগের কিছু নমুনাসহ সব মিলিয়ে পাঁচ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে এক হাজার ১১৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন। একই সময়ে, আক্রান্তদের মধ্যে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো সাত হাজার ৫৭৯ জন।

ডা. নাসিমা সুলতানা এ সময় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলার অনুরোধ জানান।

About

Popular Links