Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৌভাত থেকে ফেরার পথে নৌকাডুবি, কনের বাবাসহ নিখোঁজ ৪

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি

আপডেট : ২৭ মে ২০২০, ১১:২১ পিএম

কুড়িগ্রামে বৌভা‌তের অনুষ্ঠান শে‌ষে ফেরার প‌থে ধরলা নদী‌তে নৌকাডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে। এতে ক‌নের বাবা ও এক নারীসহ চারজন নি‌খোঁজ হ‌য়ে‌ছেন। বুধবার (২৭‌মে) বিকা‌লে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার বেগমগঞ্জ ইউনিয়‌নের সাত‌ভিটা নামক স্থা‌নে ধরলা নদীর এক‌টি অং‌শে এ ঘটনা ঘ‌টে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়া‌জ্জেম হো‌সেন এবং বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চেয়ারম‌্যান আবু তা‌লেব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নি‌খোঁজ ব‌্যক্তিরা হ‌লেন, ক‌নের বাবা নূর ইসলাম (৫০), আমেনা বেগম, নূর ইসলাম (৫২) ও কামরুজ্জামান। এরা সবাই উপ‌জেলার দুর্গাপুর ইউনিয়‌নের যমুনা রায়পাড়ার বা‌সিন্দা। এর আগে ঈদের পরদিন (মঙ্গলবার) নি‌খোঁজ নূর ইসলামের মে‌য়ের বি‌য়ে হয়। 

চেয়ারম‌্যান আবু তালেব জানান, তার ইউনিয়নের কলাকাটারচর নামক স্থা‌নে বৌভাতের অনুষ্ঠান শেষে এক‌টি শ‌্যা‌লো ইঞ্জিনচা‌লিত নৌকায় ক‌নে প‌ক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘা‌টে ফির‌ছি‌লেন। প‌থিম‌ধ্যে সাত‌ভিটা নামক স্থা‌নে ঝড়বৃ‌ষ্টির কব‌লে প‌ড়ে নৌকাটি ডু‌বে যায়। এ সময় অনেকে সাঁত‌রি‌য়ে তী‌রে উঠ‌তে সক্ষম হ‌লেও ক‌নের বাবা নূর ইসলাম ও আমেনা বেগম না‌মে এক নারীসহ চারজন নি‌খোঁজ হন। খবর পে‌য়ে উলিপুর ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লেও ডুবু‌রি না থাকায় তারা নি‌খোঁজ‌দের উদ্ধার কর‌তে পা‌রেন‌নি।

ত‌বে বৃহস্প‌তিবার সকা‌লে রংপুর থে‌কে ডুবু‌রি দল গিয়ে সেখানে উদ্ধার কাজ শুরু কর‌বে ব‌লে জানান চেয়ারম‌্যান।

নৌকার যাত্রী‌দের বরাত দি‌য়ে চেয়ারম‌্যান বলেন, “বৃ‌ষ্টি শুরু হ‌লে নৌকায় থাকা এক‌টি প‌লি‌থি‌নের নি‌চে একস‌ঙ্গে অনেকে আশ্রয় নি‌তে চাইলে হু‌রোহু‌রি‌তে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে নৌকা‌টি ডু‌বে যায়। এ সময় নদী‌তে বাতা‌সের বেগ থাকায় মা‌ঝি নৌকা নিয়ন্ত্রণ কর‌তে পা‌রেন‌নি।”

উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “স্থানীয়ভা‌বে উদ্ধার অভিযান চালা‌লেও বুধবার রাত পর্যন্ত চারজন নি‌খোঁজ র‌য়ে‌ছেন। ডুবু‌রি দল‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে। আগামীকাল (বৃহস্প‌তিবার) সকা‌লে তারা উদ্ধার অভিযানে অংশ নে‌বেন।”

   

About

Popular Links

x