Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

‘আরও কেউ মারা গেছে কিনা তা জানতে অনুসন্ধান চলছে, কারণ বিষয়টি অনেকেই গোপন করার চেষ্টা করছে’

আপডেট : ২৮ মে ২০২০, ১২:১৮ এএম

দিনাজপুরের বিরামপুর ও রংপুরের শ্যামপুর এলাকায় বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু হয়েছে। 

মৃত ১১ জনের মধ্যে দিনাজপুরের বিরামপুরে আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার মাহমুদপুরে বুধবার ভোর রাত পর্যন্ত চোলাই মদের আসরে বসেছিলো। সেখানেই চোলাই মদ খেয়ে অনেকেই গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছিলেন। 

মৃতরা হলেন- বিরামপুর পৌর শহরের হঠাৎপাড়া মহল্লার শফিকুল ইসলাম (৪০), তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩২), শান্তিনগর গ্রামের আব্দুল মতিন (২৭), মাহমুদপুর গ্রামের মহসিন আলী (৩৮), একই গ্রামের আজিজুল ইসলাম (৩৩), ইসলামপাড়া গ্রামের অমৃত রায় (৩০)। 

তবে বুধবার রাতে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলাইমান হোসেন মেহেদি জানান, বিকেল পর্যন্ত এ ঘটনায় ছয়জনের মৃত্যু হলেও রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে। 

তিনি বলেন, “মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় কোনো পানীয় পান করে অসুস্থ হবার পর তাদের মৃত্যু হয়।” 

এদিকে, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ জানান, রংপুরের শ্যামপুর এলাকায় বিষাক্ত মদ পান করে তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও একজন। 

মৃতরা হলেন- শ্যামপুর স্টেশন পাড়া গ্রামের নুরুল ইসলাম (২৮), শ্যামপুর পুটিমারী গ্রামের সরওয়ার হোসেন (৩০) ও শ্যামপুর কেল্লাপাড়া গ্রামের মোস্তফা (৩২)। অন্যদিকে, আটকের ভয়ে স্টেশন পাড়ার নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন মাসুদ নামে অপর এক যুবক। 

পুলিশ কর্মকর্তা সুপার মারুফ আহাম্মেদ বলেন, ঈদের দিন রাত এসব ব্যক্তিরা বিষাক্ত মদ পান করেছিল বলে আমরা জেনেছি। ওই তিনজন ছাড়া আরও কেউ মারা গেছে কিনা তা জানতে অনুসন্ধান চলছে, কারণ বিষয়টি অনেকেই গোপন করার চেষ্টা করছে।

   

About

Popular Links

x