রাজবাড়ী জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ।
বৃহস্পতিবার (২৮ মে) ভোরে দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাটের অদূরে রশোন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
সকাল সাড়ে ৭ টার দিকে ঘাটের চান্দু মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, “১৭ কেজি ওজনের পাঙ্গাস মাছটি প্রতি কেজি ১৪০০ টাকা দরে কিনে ঢাকার একজন ক্রেতার কাছে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। পদ্মায় মাঝে-মধ্যেই বড় আকারের রুই, কাতল, পাঙ্গাস, বোয়াল, আইড় ধরা পড়ে।”