Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

নীলফামারীতে একই ক্যাম্পের ১৯ র‍্যাব সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

এ নিয়ে নীলফামারীতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৮ জনে

আপডেট : ২৯ মে ২০২০, ১২:১৪ পিএম

নীলফামারীতে র‌্যাবের আরও ১০ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “র‍্যাবের ৬৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করে বুধবার পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১০ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। র‍্যাবের মোট ১৯ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়ালো।”

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের সবাই জেলা শহরের সবুজ পাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য। এর আগে ওই ক্যাম্পের আরও ৯ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাস আক্রান্ত ১০৮ জনের মধ্যে জেলা সদরে ৪৭, ডোমার উপজেলায় ১১, ডিমলায় ১৫, জলঢাকায় ৯, কিশোরীগঞ্জে ৮ ও সৈয়দপুর উপজেলায় ১৮ জন রোগী রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন। করোনাভাইরাসে জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ জন।

   

About

Popular Links

x