Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মৃত্যুর চারদিন পর জানা গেল করোনভাইরাসে আক্রান্ত ছিলেন ফেনীর সেই ইমাম

ঈদের আগের দিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি

আপডেট : ২৯ মে ২০২০, ০১:৩৮ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলায় এক মসজিদের ইমামের মৃত্যুর চারদিন পর করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি বলে জানা গেছে । 

বৃহস্পতিবার (২৮ মে) সকালে তার নমুনা পরীক্ষার ফলাফল আসে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সরফুদ্দিন আহমেদ।

নিহত মসজিদের ইমাম মাওলানা হাফেজ আহমেদ (৭৫)। তিনি চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের ইমাম। 

সরফুদ্দিন আহমেদ বলেন, “মাওলানা হাফেজ আহমেদ  ও জ্বর নিয়ে ঈদের আগের দিন মারা যান। পরে উপজেলা স্বাস্থ্যবিভাগ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।  তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।”

জানা গেছে, গত ১৬ এপ্রিল জেলাটিতে প্রথম এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর দেড়মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯জনে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন, চারজন অন্য জেলার এবং তিন জন মারা গেছেন। 

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, দাগনভুঞার ১৯ জন, সোনাগাজীতে ১১ জন, পরশুরামে সাতজন, ফুলগাজীতে পাঁচজন।

   

About

Popular Links

x