Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় থানার ওসিসহ করোনাভাইরাসে আক্রান্ত ৫ পুলিশ

গত দুই-তিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনাভাইরাস পরীক্ষায় নমুনা দেন তিনি

আপডেট : ২৯ মে ২০২০, ০৫:৩৩ পিএম

ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকালে রিজাউল হক দিপু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বর্তমানে আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

রিজাউল হক জানান, গত দুই-তিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনাভাইরাস পরীক্ষায় নমুনা দেন তিনি। পরে আজ (শুক্রবার) সকালে জানতে পারেন তিনিসহ আশুলিয়া থানার পাঁচজন পুলিশ সদস্য করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আশুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু বলেন, “সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় রোগী সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ৬ জন।”

About

Popular Links