Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

লোকালয় থেকে উদ্ধার হওয়া মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত

‘নদী ভরাট হয়ে যাওয়ার সুন্দরবনের বন্যপ্রাণী সহজে লোকালয়ে ঢুকে পড়ছে’

আপডেট : ২৯ মে ২০২০, ০৭:৩৩ পিএম

বাগেরহাটের শরণখোলায় পথ ভুলে লোকালয়ে আসা একটি মায়া হরিণ ফিরিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টায় উদ্ধার করা হরিণটি বনে অবমুক্ত করা হয়।  

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বিকেল ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদী পাড় হয়ে হরিণটি পথ ভুলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসী সেটি দেখতে পেয়ে স্থানীয় বিটিআরটি ও সিপিজির সদস্যদের খবর দেয়। খবর পেয়ে তারা গ্রামবাসীদের সহযোগীতায় মধ্যে সোনাতলা গ্রামের মুন্সি বাড়ির সামনে থেকে হরিণটিকে উদ্ধার করে। তারা বন বিভাগকে খবর দিলে ভোলা টহল ফাড়ির বনরক্ষীরা হরিণটি নিয়ে বনে অবমুক্ত করে।

ভোলা টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, “নদী ভরাট হয়ে যাওয়ার সুন্দরবনের বন্যপ্রাণী সহজে লোকালয়ে ঢুকে পড়ছে। তবে এলাকাবাসী সচেতন হওয়ায় তারা সাথে সাথে বন বিভাগকে খবর দিচ্ছে।”


   

About

Popular Links

x