Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

আমিরাত থেকে দেশে ফিরলেন ২৬২ বাংলাদেশি

রবিবার (৩১ মে) ভোর ৪.৩০ মিনিটে বিমানের ওই বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়

আপডেট : ৩১ মে ২০২০, ০১:৪৬ পিএম

মহামারি করোনাভাইরাসের কারণে আটকেপড়া ২৬২ জন বাংলাদেশি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন।

রবিবার (৩১ মে) ভোর ৪.৩০ মিনিটে বিমানের ওই বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার। 

এর আগে ২৭ মে ২১৪ জন বাংলাদেশি এয়ার আরবের একটি ফ্লাইটে করে দেশে ফেরেন।

প্রসঙ্গত, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে রবিবার পর্যন্ত ২৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, ৩৩,৮৯৬জন মানুষ আক্রান্ত হয়েছেন।

   

About

Popular Links

x