করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) রাতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী।
তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর অধ্যাপক শাকিলকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গোলাম রাব্বানী বলেন, “অধ্যাপক শাকিলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তার মৃত্যুর সংবাদে আমরা হতবাক হয়েছি।”
২০০২ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন অধ্যাপক ড. শাকিল উদ্দিন।