লিবিয়ায় হামলার ঘটনায় নিহত ২৬ বাংলাদেশিকে অবৈধভাবে লিবিয়ায় পাচারের সাথে জড়িত সন্দেহে কামাল হোসেন ওরফে হাজি কামাল নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সোমবার (১ জুন) ভোরে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে র্যাবের একটি আভিযানিক দল তাকে আটক করে বলে নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ।
এএসপি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আটক হাজি কামাল।