করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ‘লাল’, ‘হলুদ’ ও ‘সবুজ’ নামে তিনটি আলাদা জোনে বিভক্ত করার পরিকল্পনা করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলমান মহামারির ব্যাপক বিস্তৃতি রোধে এই পরিকল্পনা করা হয়েছে।
সোমবার (১ জুন) সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘লাল’ চিহ্নিত এলাকাগুলো পুরোপুরি লকডাউনের আওতায় থাকবে।
রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমাদ কায়কাউস, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং ঢাকার দুই সিটি, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়ররা।