মুঠোফোনের ক্যামেরায় এক দোকানদারের ছবি তোলাকে কেন্দ্র করে ভোলা সদরের বেপারী বাজারে দু'দল গ্রামবাসীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। দফায় দফায় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে ১৫টি দোকানে।
রবি (৩১ মে) ও সোমবার এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা ৭টায় মুঠোফোনে একটি তেলের দোকানের ছবি তুলছিলেন শিবপুরের এক বাসিন্দা। বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে প্রথমে তার কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। যার জের ধরে রাত সাড়ে ১১টা পর্যন্ত উভয়পক্ষের লোকজন পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও সংঘর্ষে লিপ্ত হয়।
সোমবার সকালে আবার তারা ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহসিন আল ফারুক ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ওসি এনায়েত হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি।