Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকার বাতাসের মানের উন্নতি

মঙ্গলবার সকালে বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ৮৬

আপডেট : ০২ জুন ২০২০, ১২:১৯ পিএম

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টা ৪ মিনিটে বাতাসের মান সূচকে ৮৬ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। এর অর্থ হলো- ঢাকার বায়ু দূষণ বর্তমানে গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে।

দূষিত বাতাসের শহরের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং ভারতের দিল্লি যথাক্রমে ১৮৭, ১৮৬ এবং ১২৪ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

প্রসঙ্গত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ থাকে তখন বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। তবে এ অবস্থায় শিশু, বয়স্ক ও যাদের শ্বাসকষ্ট আছে তাদের বাইরে বেশি সময় না থাকার পরামর্শ দেয়া হয়।

উল্লেখ্য, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই এমন এক সূচক যা নির্দিষ্ট একটি শহরের বায়ু কতটুকু পরিষ্কার বা দূষিত তা এবং এ সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকিগুলো জনগণকে জানিয়ে থাকে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (০৩)।

About

Popular Links