মুন্সীগঞ্জ-দিঘিরপাড় সড়কের পুরা বাজার বেইলি ব্রিজ কাঠের গুড়ি ভর্তি একটি ট্রাকসহ ভেঙে পড়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারে অবস্থিত ব্রিজটি ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুড়ি ভর্তি একটা ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। তবে ট্রাকের চালক ও হেলপার অক্ষতবস্থায় উঠে আসতে সক্ষম হয়।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপথের সেতু। এটি চালু করা সময় সাপেক্ষ ব্যাপার। তবে লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ৪২ মিটার দৈর্ঘ্যের বেইলি ব্রিজটি বহু পুরোনো। এটির মেয়াদও প্রায় শেষের দিকে ছিল। আজ সকালে কাঠের গুড়ি বোঝাই একটি ট্রাক ব্রিজ দিয়ে যাওয়ার সময় সেটি ভেঙে পড়ে। ট্রাকটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্রিজটি সরিয়ে নতুন ব্রিজ প্রতিস্থাপন করা হবে। এ জন্য বেশি সময় লাগতে পারে।