Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

৫০০ টাকায় করোনাভাইরাস পরীক্ষা

 অন্যান্য বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি ৪ হাজার টাকা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ হাসপাতালে মাত্র ৫০০ টাকায় করোনাভাইরাস পরীক্ষা করা হবে

আপডেট : ০২ জুন ২০২০, ০৭:২৮ পিএম

গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে মাত্র ৫০০ টাকায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন)  দুপুরে ল্যাবটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক। এসময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নির্বাহী সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এবং গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক বলেন, “ল্যাবটি করোনা প্রতিরোধে সরকারের সহায়ক হিসেবে কাজ করবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি ৪ হাজার টাকা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ হাসপাতালে মাত্র ৫০০ টাকায় করোনাভাইরাস পরীক্ষা করা হবে। ল্যাবটিতে প্রতিদিন তিন শতাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। যার ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া সম্ভব।

About

Popular Links