টাঙ্গাইলে পুকুরের চোরাবালিতে আটকে পড়া দুটি গরুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার (০৩ জুন) সকালে সদর উপজেলার পূর্ব আদালত পাড়া থেকে গরু দুটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, পূর্ব আদালত পাড়ার কেসো মাদবরের পুকুরে দুটি গরু চোরাবালিতে আটকা পড়ে। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় গরু দুটি উদ্ধার করে। পরে গরুর মালিকের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, প্রাণী হোক আর মানুষ হোক প্রতিটি জীবনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার করার চেষ্টা করি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
এ প্রসঙ্গে গরুর মালিক মো. জাহাঙ্গীর বলেন, আমরা অনেক চেষ্টা করেও গরু দুটিকে চেরাবালি থেকে উদ্ধার করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে দিলে তারা এসে গরু দুটিকে চোরাবালি থেকে উদ্ধার করে।