Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মুক্তিপণ দাবিতে অপহৃত কলেজছাত্রের লাশ উদ্ধার, আটক ২

বুধবার (৪ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়

আপডেট : ০৪ জুন ২০২০, ১২:৩৬ পিএম

যশোরের অভয়নগর উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহৃত কলেজছাত্র নূরুজ্জামান গাজী বাবুর (২০) মরদেহ পার্শ্ববর্তী বাঁওড় থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। একইসাথে দুই অপহরণকারী আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে বাবুর ব্যবহৃত মোবাইলফোনটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক ও মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নূরুজ্জামান গাজী বাবু পুড়াখালি গ্রামের ইমরান গাজীর ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।

আটককৃতরা হলো একই গ্রামের সরোয়ার খন্দকারের ছেলে রিফাত হোসেন আউস (১৮) ও ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের আব্দুল লতিফ পাটোয়ারির ছেলে আব্দুর রাজ্জাক (৫০)।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, গত ১ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে বাবুকে অপহরণ করা হয়। গত বুধবার তার পরিবারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণের কথা উল্লেখ করে অভয়নগর থানায় জিডি করা হয়। অপহরণকারীরা বাবুর মোবাইলফোন দিয়েই মুক্তিপণের টাকা দাবি করে। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে এবং বুধবার রাতে অভয়নগর ও ঝিনাইদহের কোর্টচাঁদপুরে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে বাবুর মরদেহ পুড়াখালি গ্রামের পাশ্ববর্তী বাঁওড় থেকে উদ্ধার করা হয়। আটককৃতরা জানিয়েছে, অপহরণের দিন রাতেই তারা বাবুকে হত্যা করে।

তিনি আরও জানান, আটককৃতদের আসামি করে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা গ্রহণ করা হবে।

 

   

About

Popular Links

x