জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩ জুন) ইসলামপুর উপজেলার আরও দুই জনপ্রতিনিধিসহ ১৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্ট থেকে বিষয়টি জানা গেছে।
বৃহস্পতিবার ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের।
তিনি বলেন, বুধবার ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় ইসলামপুরের ১৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও রয়েছেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ ১৭ জন।
উল্লেখ্য, ইসলামপুরে এখন পর্যন্ত ৫৪ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মারা গেছেন ২ জন।