Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস উপসর্গ থাকায় মৃতের লাশ হাসপাতালে রেখে পালালো স্বজনরা

বৃহস্পতিবার রাতে নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে

আপডেট : ০৫ জুন ২০২০, ১১:০১ এএম

নেত্রকোনার মদন উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সন্দু মিয়া (৬০) নামে একব্যক্তির মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত সন্দু মিয়া আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাসিন্দা। 

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে এ রোগীকে মদন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে ময়মনসিংহ পাঠাতে বলেন। তবে অর্থনৈতিক সমস্যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়নি তাকে। এরপর রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। 

নিহতের সৎ মা বেগম আক্তার জানান, কয়েকদিন ধরে তার জ্বর ছিলো। কাল বিকালে পাতলা পায়াখানা হওয়ায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব সাইফুল্লাহ জানান, রোগীর ফুসফুসে সমস্যাজনিত কারণে শ্বাসকষ্ট ছিল।  অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ প্রেরণের কথা বলা হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে নিয়ে যায় নি। রাতে হাসপাতালেই মারা যান তিনি। নিহতের লাশ হাসপাতালেই রয়েছে। 

 

 

 

 

   

About

Popular Links

x