গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা ফরহাদ। এরআগে বৃহস্পতিবার রাতে শ্বাসজনিত সমস্যার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে বলেও জানান তিনি।
শুক্রবার (৫ জুন) সকালে ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে শ্বাসজনিত সমস্যার কারণে অক্সিজেন দেওয়া হয় ডা. জাফরুল্লাহকে।”
প্রসঙ্গত, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে তার শারীরিক অবস্থা অবনতির কথা জানানো হয়। ওই পোস্টটিতে ডা. জাফরুল্লাহ’র পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়াও চাওয়া হয়।
বর্তমানে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন - ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস পজিটিভ
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বর্তমানে ডা. জাফরুল্লাহ ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তার স্ত্রী ও ছেলেও বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত। তারা বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।