Friday, July 11, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২,৬৩৫ জন, মৃত ৩৫

শনিবার (৬ জুন) দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এতথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা

আপডেট : ০৬ জুন ২০২০, ০২:৩৫ পিএম

দেশে শুক্রবার (৫ জুন) থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ২,৬৩৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 

ফলে বাংলাদেশে এপর্যন্ত মারা গেছেন ৮৪৬ জন এবং ৬৩,০২৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

নতুন মৃত ৩৫জনের মধ্যে পুরুষ ২৮জন ও সাতজন নারী।

শনিবার (৬ জুন) দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫০টি ল্যাবে ১২,৯০৯টি নমুনা সংগ্রহ এবং ১২,৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ডাঃ নাসিমা আরও জানান, করোনাভাইরাস থেকে নতুন করে ৫২১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৩,৩২৫ জন।

অন্যদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৭৮৭ জন এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ লাখ।

শনিবার সকাল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। এছাড়া কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখেরও বেশি মানুষ।

গতবছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এপর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। 

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে “মহামারি” ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

   
Banner

About

Popular Links

x