Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্যবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে

আপডেট : ০৭ জুন ২০২০, ০৯:১২ এএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনায় আক্রান্ত হয়েছেন । শনিবার (৬ জুন) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় শনিবার করোনা পজিটিভ ৯জন। তারমধ্যে সদর উপজেলায় ৫জন। এদের মধ্যে একজন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর, অন্যজন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কর্মচারী রয়েছে। রুমা উপজেলার সুনসং পাড়া ও মেনদুই পাড়ার ৩জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১জন রয়েছে। মোট আক্রান্ত ৪৬জনের মধ্যে ১৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


আরও পড়ুন- হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ আনা হলো পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরকে


শনিবার রাত ১১টার দিকে জেলার সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, শারীরিক ও মানসিক, সব দিক দিয়ে পার্বত্যমন্ত্রী সুস্থ আছেন। তিনি সবার আশীর্বাদ কামনা করেছেন।

এদিকে, পার্বত্যমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে।

About

Popular Links