পেশাগত দায়িত্ব পালনের সময় সারাদেশে রবিবার পর্যন্ত মোট ৬,২০৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন বলে বার্তা সংস্থা ইউএনবি’র একটি খবরে বলা হয়।
কামরুল হাসান বলেন, “সারাদেশে রবিবার পর্যন্ত মোট ৬,২০৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৭৬৭ জন এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন।”
এছাড়া রবিবার পর্যন্ত ১৬ জন পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও জানান তিনি।
পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা আরও জানান, মোট আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮২৮ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে কর্মরত। মোট সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ২,০০৭ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং ৬,৪৫১ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ স্টেশনে যোগদান করেছেন।
এদিকে করোনাভাইরাস মহামারিতে রবিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন।