যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য (এমপি) রণজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৮ জুন) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে তার নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
তিনি বলেন, সোমবার সকালে এমপি রণজিত কুমার রায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রাত ১২টার দিকে রণজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। সাথে সাথে তার পরিবারকে এ ব্যাপারে জানানো হয়। রাতেই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানকার আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি।
এমপি রণজিত রায়ের ছেলে রাজিব রায় বলেন, “বাবার কোনও উপসর্গ ছিল না। কিন্তু পরীক্ষা করে ফলাফল পজিটিভ পাওয়া গেছে। তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে হবে।”