Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশালের চিকিৎসকের ঢাকায় মৃত্যু

সোমবার সকালে তার শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় হেলিকপ্টারযোগে তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়

আপডেট : ০৯ জুন ২০২০, ১০:৫৭ এএম

বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের মালিক, বিশিষ্ট চিকিৎসক রাহাত আনোয়ার হোসেন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বার্তা সংস্থা ইউএনবি’র একটি খবরে বলা হয়।

রাহাত আনোয়ার হাসপাতালের সংশ্লিষ্টরা জানান, গত সপ্তাহে হাসপাতালের দু’জন কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর কয়েকদিন পর নিজেই অসুস্থ হয়ে পড়েন ডা. আনোয়ার। তার শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিতে শুরু করে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অসিত ভূষণ বলেন, “সোমবার সকালে তার শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যায়। এমন পরিস্থিতিতে গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে তাকে বরিশাল থেকে ঢাকায় নেয়া হয়। পরে তাকে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।”

মৃত্যুকালে রাহাত আনোয়ার হোসেনের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চিকিৎসাসেবার পাশাপাশি একজন সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবেও বরিশালে ব্যাপক পরিচিত ছিলেন তিনি।

About

Popular Links