চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) মোছলেম উদ্দিন আহমদ ও তার পরিবারের নয় সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।
ঢাকা ট্রিবিউনের সাথে আলাপকালে তিনি জানান, গত ৯ জুন এমপি মোসলেম উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়।
“বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজ (বিটিআইডি) এর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফলাফল থেকে পরিবারের ৯ সদস্যসহ এমপি মোসলেম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হই,” যোগ করেন ডা. রাব্বী।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে তার স্ত্রী, ছেলে ও নাতিও রয়েছেন।
এর আগে চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।