Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস টেস্টিং কিটে ভ্যাট থাকছে না

স্থানীয়ভাবে উৎপাদিত পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট(পিপিই), সার্জিক্যাল মাস্কের ওপর থেকেও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেন মুস্তফা কামাল

আপডেট : ১১ জুন ২০২০, ০৫:১২ পিএম

২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনাভাইরাস প্রতিরোধ ও শনাক্তের কাজ ব্যবহৃত টেস্টিং কিটের ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী।

করোনাভাইরাস শনাক্তের জন্য ব্যবহৃত সব ধরনের টেস্টিং কিট আমদানি, প্রস্তুতকরণ ও বাণিজ্যের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেন তিনি।

বাজেট বক্তব্যে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা বিবেচনায় স্থানীয়ভাবে উৎপাদিত পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট(পিপিই), সার্জিক্যাল মাস্কের ওপর থেকেও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেন মুস্তফা কামাল।

এছাড়া, কোভিড-১৯ নিরাময়ে ব্যবহৃত ওষুধ আমদানি, উৎপাদন, ক্রয়-বিক্রয় এবং চিকিৎসার ক্ষেত্রেও ক্ষেত্রেও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

About

Popular Links